হজ্ব ২০২৫

হজ্ব ২০২৫

 

 

আবেদনের ধাপসমূহ

প্রাক নিবন্ধন করতে যে সকল তথ্য প্রয়োজন:
প্রাক-নিবন্ধনের জন্য ১৮ বছরের উর্ধ্বের হজযাত্রীর জন্য জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট, ১৮ বছরের নীচের বয়সীদের জন্মনিবন্ধন / পাসপোর্ট এবং বিদেশে বসবাসরত (নন-রেসিডেন্ট বাংলাদেশি) হজযাত্রীর জন্য জন্মনিবন্ধন/পাসপোর্ট, ওয়ার্ক পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন।

প্রাক-নিবন্ধন ফি- ৩০,০০০/- টাকা।

 

নিবন্ধন করতে যে সকল তথ্য প্রয়োজন:
সরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধন সনদ এবং পাসপোর্ট প্রয়োজন। আপনি প্রাক নিবন্ধন সনদে বর্ণিত ট্র্যাকিং নম্বর দিয়ে হজ পোর্টালের পিলগ্রিম সার্চ অপশনের মাধ্যমে নিবন্ধনযোগ্য কিনা তা যাচাই করতে পারবেন

নিবন্ধন ২ টি পর্যায়ে হবে। প্রথমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক নিবন্ধন (বিস্তারিত জানতে ২০২৫ সনের প্রাথমিক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেখুন) এবং পরবর্তীতে হজ প্যাকেজ ঘোষণা হলে অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।

প্রাথমিক নিবন্ধন করা যাবে ৩,০০,০০০ (তিন লক্ষ টাকা)

হজ প্যাকেজ ঘোষণা করলে অবশিষ্ট টাকা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

 

নিবন্ধন পরবর্তী কার্যক্রমঃ

১. নিবন্ধনের পরে হজযাত্রী তাদের নিবন্ধন সনদসহ পাসপোর্ট এজেন্সির কাছ জমা দিবেন।

২. হজযাত্রী সরকার অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষাসহ (ইনফ্লুয়েঞ্জা ও ম্যানিনজাইটিস) ভ্যাকসিন গ্রহণ করবেন এবং মেডিক্যাল সনদ ও কলেরার সনদ সংগ্রহ করবেন।

৩. এজেন্সির নির্ধারিত তারিখে হজযাত্রীর নিজ জেলার ইসলামিক ফাউন্ডেশনে অথবা ঢাকা হজ অফিসে প্রশিক্ষণ নিবেন।

৪. এজেন্সির নিকট থেকে পাসর্পোট, টিকেট ও ভিসা ফ্লাইটের পূর্বেই সংগ্রহ করবেন।

৫. ফ্লাইটের আট ঘন্টা পূর্বে হজযাত্রী ইমিগ্রেশনের জন্য হজ অফিস, ঢাকায় রির্পোট করবেন।

 

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ

জিয়ারাহ ইন্টারন্যাশনাল

বাসা- ৩৪, রোড- ০১, সেক্টর- ১২, উত্তরা, ঢাকা-১২৩০।

+880 1995 166 466