একটি দেশের নাগরিক হিসেবে জীবনের প্রথম নাগরিকত্ব সংক্রান্ত সরকারি সনদ হিসেবে জন্ম নিবন্ধন সনদ/ Birth Registration Certificate কে বিবেচনা করা হয়। জন্ম নিবন্ধন সনদ/ Birth Registration Certificate সংগ্রহে তাই সচেতন হওয়া অত্যন্ত জরুরী। সরকারিভাবে জন্মের ৪৫ দিনের ভেতর জন্ম নিবন্ধন সনদ/ Birth Registration Certificate সম্পূর্ণ বিণামূলে প্রদান করা হয়। সুতরাং জীবনের প্রাথমিক এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি সংগ্রহ করতে প্রয়োজন সচেতনতা ও অভিজ্ঞদের সহযোগিতা নেয়া। Ziyaaarah-র রয়েছে এ সংক্রান্ত বিগত ১০ বছরের অফিসিয়াল কাজের বাস্তব অভিজ্ঞতা। সমস্যা ও প্রতিকার নিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে আন্তরিক সমাধান। অতএব জন্ম নিবন্ধন সংক্রান্ত যাবতীয় চিন্তার ভার Ziyaaarah-র উপর ন্যাস্ত করতে পারেন অনায়াসে।
একটি নতুন জন্ম নিবন্ধন/Birth Registration এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১। জন্ম নিবন্ধানাধীন ব্যক্তির টিকা কার্ড / মেডিকেল সার্টিফিকেট / শিক্ষা প্রতিষ্ঠানের সনদ / জাতীয় পরিচয়পত্র
২। জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন / জাতীয় পরিচয়পত্র।
৩। স্থায়ী ঠিকানার স্বপক্ষে পিতা বা পিতামহের নামে খাজনার রশিদ / হাল নাগাদ কর রশিদ / বিদ্যুৎ বিল কপি
জন্ম নিবন্ধন/Birth Registration সংশোধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১। চাহিত সংশোধনের স্বপক্ষে একাডেমিক সার্টিফিকেট / জাতীয় পরিচয়পত্র।
২। পিতার নাম সংশোধনের প্রয়োজন হলে পিতার জন্ম নিবন্ধন / জাতীয় পরিচয়পত্র।
৩। মাতার নাম সংশোধনের প্রয়োজন হলে মাতার জন্ম নিবন্ধন / জাতীয় পরিচয়পত্র।
৪। ঠিকানা সংশোধনের পক্ষে স্থায়ী ও জন্মস্থান সংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণ।
আপনার প্রয়োজন জানাতে আমাদের ম্যাসেজ করুন অথবা কল করুনঃ
https://www.ziyaaarah.com/support
Support : +880 1995 166 466